Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৮
  • ১০২ বার দেখা হয়েছে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিাভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন এবং প্রধান উপদেষ্টা ও সচিব বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও  বিভিন্ন শিক্ষক সংগঠনের আয়োজনে আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলার বিভিন্ন বেসরকারি কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সুপার মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা মো. রফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মো. মাহমুদুল ইসলাম প্রমানিকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের অধীনে পরীক্ষা অথচ সরকারি-বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করা হয়েছে। যা শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। দেশের ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সকল শিক্ষক-কর্মচারীর প্রাণের দাবি। 

পরে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad