Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১-২০২৩, সময়ঃ সকাল ০৯:১২
  • ২০৫৭ বার দেখা হয়েছে

দৈনিক মাধুকরের অগ্রযাত্রার ১৫ বছর

দৈনিক মাধুকরের অগ্রযাত্রার ১৫ বছর

নিজস্ব প্রতিবেদক ►

বছর ফিরে আবারো ১৬ বছরে পদার্পণ করলো জেলা শহর থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক মাধুকর। দেখতে দেখতে কালের গর্ভে বিলিন হয়েছে সুদীর্ঘ ১৫টি বছর। অনেক চড়াই উতরাই পেড়িয়ে দৈনিক মাধুকর তার প্রকাশনা অব্যাহত রেখেছে একমাত্র পাঠক এবং শুভানুধ্যায়ীদের কল্যাণে। এই দীর্ঘ সময়ে আমরা আপনাদের হৃদয় কতটা জয় করতে পেরেছি তার বিচারের ভার আপনাদের ওপরেই ন্যাস্ত। 

আমাদের ঐকান্তিক ইচ্ছা ছিল দৈনিক মাধুকরের কলেবর বৃদ্ধি করা। কিন্তু অনলাইন পোর্টাল আর ইলেক্ট্রনিক সংস্করণের চাপে প্রিন্ট মিডিয়া অনেকটাই মৃয়মান হয়ে পড়েছে। তদুপরি নিউজ প্রিন্টের ক্রমাগত মূল্যবৃদ্ধি আমাদের অভিষ্ট লক্ষ্যে প্রচ- বাধার সৃষ্টি করেছে। এই প্রতিকূল অবস্থাতেও জনগণের সেবারমান অক্ষুন্ন রাখতে আমরা বদ্ধপরিকর। 

দৈনিক মাধুকর সবসময়ই দেশ ও জনগণের সুখ দু:খে পাশে রয়েছে। আপনাদের সম্মিলিত সহযোগিতা পেলে অদুর ভবিষ্যতে দৈনিক মাধুকর তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমাদের বিশ^াস। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad