Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৪:১৪
  • ৩২৪ বার দেখা হয়েছে

উচ্চ শিক্ষার দাবিতে গাইবান্ধায় কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

উচ্চ শিক্ষার দাবিতে গাইবান্ধায় কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

ডিপ্লোমা শেষে উচ্চ শিক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাইবান্ধার শিক্ষার্থীরা।

আজ (মঙ্গলবার, ২৪ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের বাংলা বাজারে এলাকায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থান নেয়। সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশল থেকে পাসের পর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) রয়েছে। এ রকম সুযোগ অন্যান্য ডিপ্লোমার ক্ষেত্রেও কমবেশি রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কৃষি ডিপ্লোমার ক্ষেত্রে সেই সুযোগ একেবারেই নেই। কৃষি ডিপ্লোমা শেষে উচ্চশিক্ষা অর্জনের কোনো ব্যবস্থা না থাকায় আমাদের মধ্যে দিন দিন হতাশা বাড়ছে। এজন্য আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করতে হবে। একইসঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যাক আসন বরাদ্দ করতে হবে। আমাদের যৌক্তিক এই যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষার্থী মুনতাসির রহমান, কাওছার শেখ, ইভা খাতুন, সাকিব হাসান ও মিতু খাতুনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad