নিজস্ব প্রতিবেদক ►
অনলাইন নিউজ পোর্টালে আপনাকে যেতেই হবে, সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট করতে হবে, কারণ সেটা যদি আমরা না পারি, তাহলে আমরা সারাবিশ্বে থেকে পিছিয়ে পড়বো। মাধুকর নিউজ পোর্টালটি চালু হলো, এর মাধ্যমে এখন সে আসলে গাইবান্ধাবাসীর মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সারাবিশ্বে ছড়িয়ে পড়লো মাধুকর ডট নিউজ।
গাইবান্ধা শহরের শনিমন্দির রোডস্থ দৈনিক মাধুকর কার্যালয়ে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে মাধুকর পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল মাধুকর ডট নিউজের উদ্বোধনকালে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান এসব কথা বলেন।
দৈনিক মাধুকরের প্রকাশক রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা তথ্য অফিসার মো. কবীর উদ্দিন, মাধুকর সম্পাদক কে এম রেজাউল হক, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দীপক কুমার পাল, রিক্তু প্রসাদ, আফরুজা লুনা, শামীম আল সাম্য, জাভেদ হোসেন, এ মান্নান আকন্দ প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করছেন। এরই ধারাবাহিকতায় আজ গাইবান্ধায় দৈনিক মাধুকর পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল চালু হলো। অনলাইন নিউজ পোর্টাল বড় ঝুঁকির জায়গা। কোন তথ্য বিভ্রাট বা বস্তুনিষ্ঠতার ঘাটতি না হয়।
জেলা তথ্য অফিসার মো. কবীর উদ্দিন বলেন, বর্তমান সরকারের সাফল্যগুলো আপনারা পত্রিকায় বেশি বেশি তুলে ধরবেন। স্থানীয় সম্ভাবনা ও সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে ছড়িয়ে দেবেন।
দৈনিক মাধুকর পত্রিকার প্রকাশক রাসেল আহমেদ লিটন বলেন, আজ থেকে পনেরো বছর আগে মাধুকরের যাত্রা শুরু করে। সকল সেক্টরে একজন উদ্যোক্তা তৈরি হয়, তাহলে গাইবান্ধার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। গাইবান্ধা মানুষের কথা বলবে সেই লক্ষে মাধুকর পত্রিকার জন্ম হয়। তারপর ই-মাধুকর, আর আজকে মাধুকর পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল মাধুকর ডট নিউজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মহোদয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন কমিউনিটি রেডি সারাবেলা’র সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক। মাধুকর ডট নিউজ উদ্বোধন ভিডিও লিংক