Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে
  • ২১ বার দেখা হয়েছে

বেরোবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসাবে গড়ে তোলা হবে: উপাচার্য

বেরোবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসাবে গড়ে তোলা হবে: উপাচার্য

পিআইডি, রংপুর►

উত্তরের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা ও গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স হিসাবে গড়ে তোলা হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সকল অংশীজন এবং সুশীল সমাজের সকলকে সহযোগিতা করতে হবে। 

আজ (বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকত আলী এসব কথা বলেন।

উপাচার্য বলেন, যেসকল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আবু সাঈদের মতো যেন কোনো শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার না হয় এবং কোনো শিক্ষার্থী যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেজন্য ক্যাম্পাসে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

শিক্ষার উন্নত পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-শিক্ষকের মধ্যে সুসম্পর্ক অটুট থাকলে শিক্ষার পরিবেশ উন্নত হবে। বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো সমালোচনা থাকলে তা সোশ্যাল মিডিয়ায় না বলে সরাসরি উপাচার্যকে জানানোর জন্য তিনি মতবিনিময় সভায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের কয়েকজন শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের গণিত ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad