• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৬-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৫
  • ৩৯ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি

কুড়িগ্রাম প্রতিনিধি ►

ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়ছে। রোববার সকাল ৯টা থেকে আজ (১৭ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ৬৩ সেন্টিমিটার, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ১৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ২৮ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সবগুলো নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে এসব নদীর তীরবর্তীর নিচু অঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। বিশেষ করে দুধকুমার নদের অববাহিকার ভূরুঙ্গামারী উপজেলার ছিটপাইকের ছড়া ও পাইকডাঙ্গা, নাগেশ্বরী উপজেলার ফান্দের চর এলাকার শতাধিক পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের উজানে ও দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে স্বল্প মেয়াদের একটি বন্যার আশংকা করা হচ্ছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, আসন্ন বন্যা মোকাবিলায় প্রশাসনের সব-ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়