Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৬-২০২৪, সময়ঃ সকাল ১০:৩৮
  • ৪৯ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে চিতাবাঘের বাচ্চা উদ্ধার

কুড়িগ্রামে চিতাবাঘের বাচ্চা উদ্ধার

কুড়িগ্রাম (রৌমারী) সংবাদদাতা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চিতাবাঘের একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বাচ্চাটিকে গত ৭ দিন ধরে স্থানীয় ব্যবসায়ী রাসেল ইসলামের বাড়িতে খাঁচায় রাখা হয়েছে।

গত রোববার (১৬ জুন) রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের আরএস ফ্যাশন নামের একটি দোকানে বাচ্চাটি ঢুকে পড়েছিল।

স্থানীয় আব্দুস সালাম মিয়া বলেন, ‘আসাম প্রদেশের মানকারচর পাহাড় থেকে বন্যার পানির স্রোতে বাচ্চাটি চলে আসতে পারে। পরে রৌমারী কর্তিমারী বাজারে গভীর রাতে একটি দোকানে আশ্রয় নেয় চিতাবাঘটি।’

দোকানের মালিক রাসেল বলেন, ‘গভীর রাতে আমার দোকানে চিতাবাঘের বাচ্চাটি প্রবেশ করে। প্রথমে বিড়াল মনে হলেও ভালো করে দেখি, চিতাবাঘের বাচ্চা। পরে পাটের চট দিয়ে বাচ্চাটিকে ধরে খাঁচায় রাখি। বাচ্চাটি মানুষ দেখলে ভয় পাচ্ছে। বাচ্চাটিকে বিভিন্ন প্রকার মাংস খাওয়ানো হচ্ছে। বাচ্চাটিকে বনে অবমুক্ত করার জন্য প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েছি।’

রৌমারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘গ্রামে একটি চিতাবাঘের বাচ্চা ঢুকে পড়ার খবর পেয়েছি। বাচ্চাটিকে উদ্ধার করে রাসেল নামের একজনের বাড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘বন বিভাগকে এ বিষয়ে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad