• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৬-২০২৪, সময়ঃ দুপুর ১২:৪০
  • ৬৯ বার দেখা হয়েছে

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি

ক্রীড়া ডেস্ক►

আট দলের সুপার লড়াই থেকে শেষদিনের আগে তিন সেমিফাইনালিস্ট ঠিক হয়ে ছিল। চতুর্থ দলটি পেতে সুপার এইটের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হল। সম্ভাবনা ছিল পর্বের শেষ ম্যাচে নামা বাংলাদেশ-আফগানিস্তান এমনকি গতরাতে ভারতের কাছে হারা অস্ট্রেলিয়ারও। তবে সব সমীকরণ ছাপিয়ে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে ইতিহাস গড়েছে আফগানিস্তান।

সুপার এইটে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২তে সেরা হয়ে সেমিতে গেছে সাউথ আফ্রিকা। তারা গ্রুপ-১ এর রানার্সআপ আফগানিস্তানকে সেরা চারে প্রতিপক্ষ পেয়েছে। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে পা রাখল রশিদ খানের দল।

অন্যদিকে, গ্রুপ-১এ ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা হওয়া ভারত সেমিতে প্রতিপক্ষ পেয়েছে গ্রুপ-২ এর রানার্সআপ ইংল্যান্ডকে, যারা ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তুলে চারের লড়াইয়ে পা রেখেছে।

এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি

প্রথম সেমি, ২৭ জুন: সাউথ আফ্রিকা-আফগানিস্তান (ত্রিনিদান, সকাল ৬.৩০ মিনিট)

দ্বিতীয় সেমি, ২৭ জুন: ভারত-ইংল্যান্ড (গায়ানা, রাত ৮.৩০ মিনিট)

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়