• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০১
  • ৩৯ বার দেখা হয়েছে

‘উত্তরের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’

‘উত্তরের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’

রংপুর সংবাদদাতা

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেছেন, রংপুর বিভাগের দুই কোটি মানুষের প্রাণের দাবি হলো তিস্তা মহাপরিকল্পনার সফল বাস্তবায়ন। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। 

আজ (শুক্রবার, ২১ জুন) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে সিটি মেয়র বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ১০-১২ হাজার কোটি টাকা ব্যয় হবে। সরকার এর চেয়ে বড়ো অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে রংপুর বিভাগের সংসদ সদস্যগণকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জোরালোভাবে উত্থাপন করতে হবে। সিটি মেয়র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু-সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়