Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৬
  • ৫৫ বার দেখা হয়েছে

ফুলছড়িতে জেন্ডার, নারী অধিকার ও মানবাধিকার এবং জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ

ফুলছড়িতে জেন্ডার, নারী অধিকার ও মানবাধিকার এবং জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার নারী অধিকার ও মানবাধিকার এবং জলবায়ু বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট এবং ক্লাইমেট একশন গ্রুপের সদস্যদের অংশগ্রহণে সোমবার সকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সভাপতি এস.এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর উম্মে কুলছুম ইলা, ইএসডিও’র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের ফ্যাসিলিটেটর সুলতানা বাহার, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম প্রমুখ। প্রশিক্ষণে জিকা কমিটির ২১জন সদস্য অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad