Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৬-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৩৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সোহেল রানা, পলাশবাড়ী►

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৫ জুন) দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রকৌশলীমর্তুজা এলাহী পৌরসভার প্রস্তাবিত বাজেটের বিস্তারিত উপস্থাপন করেন। তিনি জানান, এ বাজেটে পলাশবাড়ীপৌরসভাকে ‘খ’ শ্রেনীতে উন্নতকরণ, পৌর ভবন নির্মাণ, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, পৌরসভার ৩০ কিলোমিটার রাস্তারপাকা করণ, ১০ কিলোমিটাররাস্তা সংস্কার, ১৫ কিলোমিটার ড্রেননির্মাণ, রাস্তায় ৫০০ সোলার বাতিস্থাপন, পৌর কমিউনিটি সেন্টারনির্মাণ,পাবলিক টয়লেট নির্মাণ,পৌর এলাকায় ডাস্টবিননির্মাণ, পৌরসভায় সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপন এবং মডেল পৌরসভাপ্রতিষ্ঠা করার পরিকল্পনা গৃহিতহয়।

এসময় অন্যান্যের মাঝে উপজেলা পূজা উদযাপন পরিষদেরসভাপতি বাবু নির্মল মিত্র, পৌরসভার প্যানেল মেয়র (২) আসাদুজ্জামান শেখফরিদ, প্যানেল মেয়র (৩) শাহীনুর বেগম, পৌর কাউন্সিলর মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউলইসলাম সুমন, আজাদুল ইসলাম মন্ডল, জান্নাত আরা শিরিন ও সাজেদাবেগম উপস্থিত ছিলেন।

এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad