• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৬-২০২৪, সময়ঃ রাত ০৭:৩৬
  • ৩৭ বার দেখা হয়েছে

রংপুরে মহিপুর তিস্তা সেতুতে ভাঙ্গন, আতঙ্কিত পথচারীরা

রংপুরে মহিপুর তিস্তা সেতুতে ভাঙ্গন, আতঙ্কিত পথচারীরা

তুষার আচার্য্য, রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর অবস্থিত মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতুতে ভাঙ্গন দেখা গিয়েছে।

আজ (শুক্রবার, ২১ জুন) বিকেলের দিকে সেতুর উপরিভাগের অংশ ভেঙ্গে উঠে যায়। এতে পথচারী ও এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা অংশটিতে সতর্কতামূলক লাল শালু দেয়া হয়েছে এবং ভারি যান চলাচলে ভেঙ্গে যাওয়া স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে হঠাৎ সেতুর উপরের অংশ ভেঙ্গে খুলে আসতে শুরু করে।এরপর দর্শনার্থীদের মধ্যে একজন লাল শালু টাঙিয়ে দেয়।

এই ঘটনার পরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সেতুতে গঙ্গাচড়া থানা পুলিশের একটি মোবাইল টিম নিয়োজিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়