• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৬-২০২৪, সময়ঃ রাত ০৭:১৩
  • ৪৯ বার দেখা হয়েছে

পলাশবাড়ী সরকারি কলেজকে ৭-০ গোলে হারালো বোনারপাড়া কলেজ

পলাশবাড়ী সরকারি কলেজকে ৭-০ গোলে হারালো বোনারপাড়া কলেজ

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে পলাশবাড়ী সরকারি কলেজকে ৭-০ গোলে হারিয়েছে সাঘাটার বোনারপাড়া সরকারি কলেজ। 

আজ (বৃহস্পতিবার, ২৭ জুন) সকালে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে দু’দলের মধ্যকার এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিকে বিকেলে আরেক ম্যাচে মুখোমুখি হয় সদর উপজেলার হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ এবং গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ। যেখানে মহিমাগঞ্জ ডিগ্রি কলেজকে ১-০ গোলে পরাজিত করে হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ। 

এছাড়া দিনের আরেক ম্যাচে খেলা ছিল সুন্দরগঞ্জের ধর্মপুর ডিগ্রি কলেজ এবং সদর উপজেলার তুলশিঘাট সামছুল হক ডিগ্রি কলেজের। কিন্তু ধর্মপুর কলেজ দল অনুপস্থিত হওয়ায় তুলশিঘাট কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। 

অন্যদিকে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের মধ্যকার ম্যাচটিও একই কারণে মাঠে গড়ায়নি। গোবিন্দগঞ্জ কলেজ দল অনুপস্থিত হওয়ায় সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। 

এর আগে, গেল বুধবার (২৬ জুন) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা পর্যায়ের এ টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে জেলার ১৬টি দল অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়