• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৬-২০২৪, সময়ঃ সকাল ১০:৪৫

নবাগত উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আফগানিস্তানের

নবাগত উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক►

এবারের বিশ্বকাপটা হবে রানবন্যার। সময়ের সাথে ভক্তদের সেই প্রত্যাশা যেন ম্লান হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচ বাদে বাকি চার ম্যাচে সেভাবে রানের দেখা মেলেনি। এবার উগান্ডার বিপক্ষে আফগানিস্তান বড় সংগ্রহ দাঁড় করালেও জমেনি লড়াই। মাত্র ৫৮ রানে অলআউট হয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেতে আসা আফ্রিকার দেশটি। যা চলতি আসরে সর্বনিন্ম দলীয় সংগ্রহ।

আজ মঙ্গলবার (৪ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৩ রান তোলে আফগানিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। জবাবে ১৬ ওভার ব্যাটিং করলেও সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৮ রানের বেশি তুলতে পারেনি উগান্ডা। ১২৫ রানের বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আফগানরা।

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় নবাগত দলটি। দলীয় ৪ রানের মাথায় ওপেনার রোনাক প্যাটেল ফেরেন সাজঘরে। দুই বলে চার রান আসে তার ব্যাট থেকে। পরের বলেই ফেরেন আরেক ওপেনার রজার মুকাসা। এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার ফজলহক ফারুকী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৮ রানে থামে উগান্ডা। আফগানিস্তানের হয়ে ফারুকী পাঁচটি উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এছাড়াও দুটি করে উইকেট নেন রশিদ খান ও নবীন উল হক।

এর আগে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মিলে গড়েন ১৫৪ রানের উদ্বোধনী জুটি। তবে দুই ওপেনার যেভাবে ব্যাট করেছেন এবং রান তুলেছেন, আফগানিস্তান ইনিংসের শেষটা সেভাবে হয়নি। উদ্বোধনী জুটি ভাঙার পর শেষ ৬টি ওভারে তেমন রানই হয়নি।

দলীয় ১৫৪ রানের মাথায় বিদায় নেন জাদরান। ৪৬ বলে ৭০ রান করেন এই ব্যাটার। তার বিদায়ের পর টিকতে পারেননি আরেক ওপেনার গুরবাজও। ৪৫ বলে ৭৬ রান করে দলীয় ১৫৬ রানের মাথায় ফেরেন তিনি। এরপর সুযোগ থাকলেও নাজিবউল্লাহ জাদরান-গুলবাদিন নাইবরা দলকে পাহাড়সম সংগ্রহ এনে দিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়