Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৪, সময়ঃ বিকাল ০৪:১২
  • ৭১ বার দেখা হয়েছে

ভারতের অনলাইন প্ল্যাটফর্ম দেখা যাবে সুলতানপুর

ভারতের অনলাইন প্ল্যাটফর্ম দেখা যাবে সুলতানপুর

বিনোদন ডেস্ক ►

২০২৩ সালের ২ জুন দেশের প্রোগৃহে মুক্তি পেয়েছিল সুলতানপুর সিনেমাটি। দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা তৈরি করেন নির্মাতা সৈকত নাসির।

দেশে মুক্তির এক বছর পর সুলতানপুর নিয়ে আরও এক সুখবর দিলেন সৈকত নাসির। নির্মাতা বলেন, সুলতানপুর দেশে মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির জন্য যোগাযোগ করে। অবশেষে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম আল্ট্রারর সঙ্গে চুক্তি হয়েছে। ইতোমধ্যেই হিন্দি ভাষায় সুলতানপুর ডাবিং করে আল্ট্রারয় স্ক্রিনিংও করা হয়েছে।

চলচ্চিত্রে সুমন ফারুকের বিপরীতে দেখা গেছে অধরা খানকে। আরও আছেন আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধারা।

জানা যায়, শুধু হিন্দি ভাষায়ই নয়, অচিরেই সুলতানপুর মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও। ইতোমধ্যেই চায়নার নামকরা একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপও সম্পন্ন হয়েছে সিনেমার প্রযোজনা সংস্থার। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad