• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৬-২০২৪, সময়ঃ দুপুর ১২:০৮
  • ২৮ বার দেখা হয়েছে

সোমবার নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সোমবার নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক►

সেন্ট ভিনসেন্টে আগামীকাল (সোমবার, ১৬ জুন) টি- টোয়েন্টি বিশ্বকাপ  ক্রিকেটে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। সুপার এইট নিশ্চিত করতে নেপালের বিপক্ষে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। ম্যাচের আগের দিন সেভাবেই নিজেদের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। 

নিজেদের সেরাটা খেলতে পারলে নেপালকে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের ফাস্ট বোলার তানজীম হাসান সাকিব। অন্যদিকে, বিদায় নিশ্চিত হলেও, শেষ ম্যাচে ভালো কিছুর করার প্রত্যাশা নেপালের। আগামীকাল (সোমবার, ১৬ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে খেলাটি।  

এবারের টি- টোয়েন্টি বিশ্বকাপ  ক্রিকেটে সুপার এইটে ওঠার লড়াই জমিয়ে তুলেছে দলগুলো। ডি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠার লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সেই পথ মোটেও সহজ নয় বাংলাদেশের জন্য। 

সেন্ট ভিনসেন্টের আরনস ভ্যালে ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। ম্যাচের আগের দিন মূল ভেন্যুতেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও তাসকিন আহমেদ খেলার আগের দিন অনুশীলন করেননি। এমনকি তারা দলের সাথে মাঠেও আসেনি। হোটেলেই কাটিয়েছেন তারা।

তবে বাকিরা পূর্ণ প্রস্তুতি নিয়েছে। রান খরায় থাকা টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে আলাদা করে কাজ করেছে কোচিং স্টাফরা। ম্যাচে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসতে পারে। সুপার এইট নিশ্চিত করতে নেপালের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশ দলের। 

দক্ষিণ আফ্রিকার কাছে ১ রানে হেরে যাওয়ার পর, ম্যাচের আগের দিন বিশ্রামেই কাটিয়েছে হিমালয় কণ্যার দেশের দল নেপাল। ওই ম্যাচে পরাজয়ের বেদনায় এখনো পুড়ছে তারা। তবে বাংলাদেশের সাথে নতুন উদ্যামে শুরু করতে চায় দলটি। 

নেপাল ক্রিকেট দলের কোচ মন্টি দেশাই জানান, এবারের টি- টোয়েন্টি বিশ^কাপে আমরা অনেক কিছু শিখেছি। যা ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে। বাংলাদেশ অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। 

টি- টোয়েন্টি বিশ্বকাপ  ক্রিকেটে বাংলাদেশ ও নেপাল ২০১৪ সালে একবার মুখোমুখি হয়েছিল। সেবার বাংলাদেশ জিতেছিলো। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়