• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২৯
  • ২৮ বার দেখা হয়েছে

শনিবার শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন

শনিবার শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আসরে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে নিজেদের সামর্থ্যরে সেরাটা দিয়ে খেলতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

অফ ফর্ম কাটিয়ে টপ-অর্ডার ব্যাটসম্যানরা রানের ধারায় ফিরবে বলে বিশ্বাস করেন তিনি। অন্যদিকে, বিশ্বকাপে প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা। 

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৬ টায়। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে জয় দিয়েই সূচনা করতে চায় টাইগাররা। 

বিশ্বকাপের আগে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার ও প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের পর কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটিং নিয়ে। এমনকি অধিনায়ক শান্তও নেই ছন্দে। যা নিয়ে চিন্তিত টিম ম্যানেজম্যান্ট। তবে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ সামর্থ্যরে সেরাটুকু দিতে প্রস্তুত বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এদিকে, হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে শ্রীলঙ্কার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে। তাই বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচের আগে কিছুটা হলেও চাপে থাকবে তারা। যদিও নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা। 

টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুই দল এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। যেখানে শ্রীলঙ্কার ১১ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৫টিতে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়