• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১-২০২৪, সময়ঃ সকাল ১১:১৮
  • ১৮০ বার দেখা হয়েছে

১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে গাইবান্ধা

১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে গাইবান্ধা

নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ গাইবান্ধা। ঘন কুয়াশার পাশাপাশি উত্তরে হিমেল হাওয়ায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাজিজুর এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় গাইবান্ধায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কিন্তু ৯টায় তা দাঁড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে মৃদু এই শৈত্যপ্রবাহের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এছাড়া সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়