• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৮

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও বৃক্ষরোপন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’- এই প্রতিপাদ্যে গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ (বুধবার, ৫ জুন) সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়। এসকেএস ফাউন্ডেশন, ব্র্যাক ও গাইবান্ধা পৌরসভা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল কবির। 

বর্তমান গরম আবহাওয়ার জন্য পর্যাপ্ত গাছ না থাকাকে দায়ী করে পৌর মেয়র তাঁর বক্তব্যে বলেন, ‘গাছ আমাদের জীবনদায়ী বন্ধু। গাছ অক্সিজেন, ছায়া ও শীতল বাতাস দেয়। তাই জীবন রক্ষা ও শীতল আবহাওয়ার জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি বলেন, ‘পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, মাটি, পানি ও বায়ুরও যত্ন নিতে হবে। কারণ এগুলো মিলেই পরিবেশ। আমরা সবাই পরিবেশের অংশ। পরিবেশের অংশ হিসেবে আমাদের সবাইকে পরিবেশ রক্ষকের ভূমিকা পালন করতে হবে।’

ছাত্রদেরকে আগামীর ভবিষ্যত উল্লেখ করে বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘জীবন ও পরিবেশ রক্ষায় গাছের যে গুরুত্ব সেটা আগামী প্রজন্মকে অনুভব করতে হবে। আগামী প্রজন্মের মধ্যে এই বোধ বপন করতে পারলে আমরা পরিবেশ রক্ষায় অনেকটাই এগিয়ে যাবো।’

এ বছরের প্রতিপাদ্যকে যথার্থ তুলে ধরে এসকেএস ফাউন্ডেশন- এর অ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক যোসেফ হালদার বলেন, ‘ক্রমাগত পরিবেশ দূষণে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারে গাছ লাগানোর পাশাপাশি আমাদের পানির নিরাপত্তা, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার দিকেও নজর দিতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন। তিনি সবাইকে পরিবেশ রক্ষায় আরো সচেতন হওয়ার আহবান জানান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। 

আলোচনাসভা শেষে বৃক্ষরোপন অভিযান এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়াও এসকেএস ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশ ইয়ূথ অর্গানাইজেশন বিকেলে গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এই সময় গণসচেতনতায় তাঁরা বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শন এবং বিভিন্ন স্থানে ময়লা রাখার জন্য ওয়েষ্ট বিন স্থাপন করে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়