• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৬-২০২৪, সময়ঃ রাত ০৮:৫৯

গোবিন্দগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসব জোরদারে কর্মশালা

গোবিন্দগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসব জোরদারে কর্মশালা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

আজ (রবিবার, ২ জুন) সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের বাস্তবায়নে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক  মো: এনামুল হক, গাইবান্ধার উপ পরিচালক  প্রসেনজিৎ প্রণয় মিশ্র। 

এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জাফরিন জায়েদ জিতি,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর্জা শহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জের এমসিএইচএফপি’র মেডিকেল অফিসার  ইমরান হাসান প্রমুখ। কর্মশালায়  উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মরত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়