• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৭-২০২৪, সময়ঃ দুপুর ০২:২৯
  • ৪৭ বার দেখা হয়েছে

রংপুরে বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

রংপুরে বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আজ (সোমবার, ১ জুলাই) দুপুর ১২ টায় পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম জানায়, বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণেই তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে করে নদীর তীরবর্তী ও চরাঞ্চলে নতুন করে পানি প্রবেশ করেছে। 

ইতিমধ্যে জেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, আজমখাঁ, হয়বত খাঁ, বিশ্বনাথের চর, চরগনাই, ঢুষমারা, চর রাজিব, গোপিঙ্গা, গদাই, পাঞ্জরভাঙ্গা, তালুক শাহবাজপুরসহ চরাঞ্চলে অস্থায়ীভাবে পানিবন্দি হয়েছে কিছু পরিবার।

এদিকে রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে পানি কমতে শুরু করেছে। আশাকরি দ্রুতই পানি বিপৎসীমার নিচে নেমে যাবে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়