• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৭-২০২৪, সময়ঃ সকাল ১১:৪৮
  • ৩৮ বার দেখা হয়েছে

বগুড়ায় ‘ফোর নাইনটি কলেজ ট্রেন’ আবারও লাইনচ্যুত

বগুড়ায় ‘ফোর নাইনটি কলেজ ট্রেন’ আবারও লাইনচ্যুত

বগুড়া সংবাদদাতা

এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘ফোর নাইনটি কলেজ ট্রেন’র (লোকাল) দুটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে। 

আজ (মঙ্গলবার, ২ জুলাই) সকাল ৮টার দিকে বগুড়ার সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় ২ নম্বর লাইনে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি ২ নম্বর লাইনে থাকায় মেইন লাইন (১ নম্বর) দিয়ে অন্য ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

এর আগে, গত ২৫ জুন সকালে জেলার সুখানপুকুর এবং ৩০ জুন রাতে গাবতলীতে ওই একই ট্রেন লাইনচ্যুত হয়েছিল। 

বগুড়ার স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ‘গাইবান্ধার বোনারপাড়া থেকে সান্তাহারগামী ৪৯২ নম্বর লোকাল কলেজ ট্রেন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাবতলী স্টেশনের ২নম্বর লাইনে প্রবেশ করার সময় দুটি বগি লাইনচ্যুত হয়। ওই দুটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটিকে গন্তব্যের দিকে পাঠানোর চেষ্টা চলছে।’

বার বার ট্রেন লাইনচ্যুতির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি প্রকৌশল শাখার লোকজন ভাল বলতে পারবেন। তবে আমার মনে হয় ২নম্বর লাইনে পাথরের পরিমাণ কম থাকার কারণে এমনটা ঘটছে।’ 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়