Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৭-২০২৪, সময়ঃ রাত ০৭:২৯
  • ২১ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ ২, আহত ৮

সুন্দরগঞ্জে তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ ২, আহত ৮

নৌকাডুবি। ছবি : প্রতীকী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

সুন্দরগঞ্জে তিস্তার ভাঙনরোধে সিসি ব্লক পারাপারের সময় ২৭ জন শ্রমিক নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুইজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন শ্রমিক। 

আজ (শনিবার, ২৭ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়ননের বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ দুই শ্রমিক হলেন- গাইবান্ধা সদর উপজেলার গিদারী গ্রামের আবদুল কাদেরের ছেলে আতোয়ার রহমান (৪০) এবং একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৪৫) ।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল জানান, তিস্তার ভাঙন রোধে বাবুর বাজার এলাকা থেকে নৌকায় সিসি ব্লক নিয়ে ভাঙনকবলিত এলাকায় যাচ্ছিল ২৭ জন শ্রমিক। এ সময় নদীর স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ২৫ জন শ্রমিক নদী সাঁতরে তীরে আসতে পারে। তাদের মধ্যে ৮ জন শ্রমিক আহত হন। এছাড়া নিখোঁজ হন দুই শ্রমিক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনার পর ইউএনও মহোদয়সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। আশাকরি দ্রুতই তারা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হবে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে ডুবুরিরা কাজ করছে। তাদের উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad