নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোশারফ হোসেন।
আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলনে কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, আগস্টের আগের পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে। এটুকু বলতে পারি প্রতিপক্ষ নই, আমি সাংবাদিকদের বন্ধু। সবাইকে সাথে নিয়ে বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চাই।
নতুন বাংলাদেশে বৈষম্যের কোন ঠাঁই নেই উল্লেখ করে পুলিশ সুপার বলেন, বিশেষ করে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমাদের। পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চাই।
সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন। মানুষের আস্থা অর্জন করেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানাসহ জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।