নিজস্ব প্রতিবেদক►
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গাইবান্ধা জেলা সভাপতি এবং জেলা ফুটবল অ্যসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা (৬০) মারা গেছেন।
আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এশার নামাজরের পর শহরের গোরস্থান জামে মসজিদে জানাজা নামাজ শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হবে।
স্বজনরা জানান, সকালে শহরের পলাশপাড়ার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
গোলাম মারুফ মনা গাইবান্ধা জেলা জাসদের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।