Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৯-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৮
  • ৪০ বার দেখা হয়েছে

বানভাসীদের পাশে দাঁড়াতে হয়ে গেল মোহনার ১৬৭তম সংগীতানুষ্ঠান

বানভাসীদের পাশে দাঁড়াতে হয়ে গেল মোহনার ১৬৭তম সংগীতানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার একমাত্র নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠান মোহনার ১৬৭তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যথারীতি অনুষ্ঠানের শুরুতে পরপারে হারিয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এরপর শিল্পীদের ফুলের শুভেচ্ছা দিয়ে উপস্থাপক শিরিন আক্তার সংগীতানুষ্ঠানের মূল পর্বে চলে যান।

এবারের আয়োজনে গান গেয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার শেখ রোবায়তুর রহমান এবং গাইবান্ধা শহরের তাসনিয়া বিনতে ফেরদৌস। দুজনই নজরুল সংগীতসহ বাংলাদেশ ও ভারতের বেশকিছু জনপ্রিয় আধুনিক গান পরিবেশন করেন। 

তাদের যন্ত্রসংগীতে সহযোগিতা করেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কি-বোর্ডে এসএম স্বাধীন, গিটারে তানভির মাহতাব এবং প্যাাডে মানিক বর্মন। 

অনুষ্ঠান শেষে শিল্পীদের ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন মাহমুদ সাগর মহব্বত ও মানিক বর্মন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad