নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে কাকুলী বেগম নামে আরেক নারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি বেগম উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যেপাড়া এলাকার সোহরাব মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্টৃ হন জান্নাতি বেগম। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।