Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৯-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৯
  • ৩৯ বার দেখা হয়েছে

নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যচাষীদের এসকেএসের প্রণোদনা

নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যচাষীদের এসকেএসের প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক►

নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যচাষীদের উদ্বুদ্ধ করতে আর্থিক প্রণোদনা দিয়েছে এসকেএস ফাউন্ডেশন।

আজ (সোমবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সদরের হরিণ সিংহায় সংস্থাটির প্রধান কার্যালয়ে মৎস্যচাষীদের চেক প্রদান করা হয়। 

প্রণোদনার আওতায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নির্বাচিত ৭ জন মৎস্যচাষীকে প্রত্যেককে ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। এ সময় তিনি বলেন, ‘চরাঞ্চলে মাছ চাষের সুযোগ কম থাকলেও, আশেপাশের পরিত্যক্ত জলাশয়গুলোতে এবং বসতবাড়ির পাশের পুকুরগুলোতে আধুনিক উপায়ে মাছ চাষ শুরু করলে দেশ উপকৃত হবে। এক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।’

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং Rural Microenterprise Transformation Project (RMTP) এর অধীনে Production of Safe Fish, Products & Marketing উপ-প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী মৎস্য খামার তৈরির জন্য নির্বাচিত মৎস্যচাষীদের এই সহায়তা দেওয়া হয়।

চেক প্রদান অনুষ্ঠানে মৎস্যচাষীরা আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে তাদের আগ্রহ প্রকাশ এবং এক্ষেত্রে সহায়তা আশা করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের অর্থ পরিচালক খোকন কুমার কুন্ডু, প্রশাসন বিভাগের উপ-পরিচালক মোফাকখারুল ইসলাম এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপ-পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad