Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৯-২০২৪, সময়ঃ দুপুর ০২:১৫
  • ৫৩ বার দেখা হয়েছে

কুদ্দুস আলমের তোলা ছবি দিয়ে দৃকের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ব্যানার

কুদ্দুস আলমের তোলা ছবি দিয়ে দৃকের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ব্যানার

নিজস্ব প্রতিবেদক►

স্বনামধন্য আলোকচিত্র সাংবাদিক গাইবান্ধার কুদ্দুস আলমের তোলা ছাত্র আন্দোলনের ছবি দিয়ে দৃকের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার, ব্যানার ও আমন্ত্রণপত্র করা হচ্ছে।

দেশের প্রখ্যাত ফটো নিউজ এজেন্সি ‘দৃক’ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অনুষ্ঠানের মূল থিম করা হয় সাম্প্রতিক ছাত্র আন্দোলন। এ লক্ষ্যে ছাত্র আন্দোলনের ছবি আহ্বান করা হয়।

গত ৩ আগস্ট গাইবান্ধার ডিবি থেকে একটি ছবি তোলেন কুদ্দুস আলম। ছবিতে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ ও মুগ্ধর ছবি নিয়ে মিছিল করছেন। এ ছবিটি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্রহণ করেছে দৃক।

আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ঢাকার পান্থপথে দৃক গ্যালারি লেভেল-২ এ প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ‘বুক পেতেছি গুলি কর, তারুণ্যের অকুতোভয় সাহস ও হাসিনা স্বৈরাচারের পতন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad