নিজস্ব প্রতিবেদক►
বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ সৈয়দ সুজন মিয়ার কবর জিয়ারত করেছেন গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে শহীদ সৈয়দ সুজন মিয়ার বাড়িতে যান তিনি। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নবাগত জেলা প্রশাসক। সেইসঙ্গে জেলাপ্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় তার সঙ্গে জেলাপ্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ , সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানীসহ জেলাপ্রশাসনের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গেল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ।