Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৩৪
  • ৩৭ বার দেখা হয়েছে

গাইবান্ধা সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

গাইবান্ধা সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নিজস্ব প্রতিবেদক►

আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গাইবান্ধা সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং খন্দকার মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন শহরের ফকিরপাড়া জামে মসজিদের খতিব মুফতি মুজাহিদুল ইসলাম এবং গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মুত্তালিব।

এছাড়াও শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান, শিক্ষক খন্দকার সারওয়ার হোসেন, ড. মুহাম্মদ মিজানুর রহমান, শেখ শাদী, আশাদুল ইসলাম, এবিএম জিলুর রহমান ও রাশেদ মন্ডলসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শান্তি ও মানবতার মুক্তি, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা ক্ষেত্রে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

শেষে বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।     

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad