Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩৯
  • ৩৮ বার দেখা হয়েছে

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টার দিকে বিএনপির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির জেলা কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচারী সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসরেরা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই অংশ হিসেবে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। স্বপরিবারে আহত হন কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ অর্ধশত নেতাকর্মী। ভাঙচু্র করা হয় অন্তত ১০টি গাড়ি।

এ হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে। তাহলেই দেশের মানুষের নিরাপত্তা, প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বক্তরা দিদার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় ও সদর থানার আহ্বায়ক সোহেব হক্কাকীর সভাপতিত্বে সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপির জেলা সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু,  মোশররফ হোসেন বাবু,  বিএনপির সদর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশেদ হাবীব সোহেল, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকন, সহ- সভাপতি মাহমুদুল হক মামুন, গোলাম আযম,  সাইফুল, ইমতিয়াজ আহমেদ রনি, ফরহাদ হোসেন বিপুল ও কুমার দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad