নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা শহরে বিদ্যুৎপৃষ্টে শেখ আব্দুল মান্নান জমিদার ( ৬৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের সার্কুলার রোডস্থ রমেশ সুইটস হোটেলের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান শেখ ওই হোটেল শ্রমিকের কাজ করতেন । তিনি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ গ্রামের মৃত শেখ গিয়াস উদ্দিনের ছেলে।
রমেশ সুইটসের ব্যবস্থাপক বাদল চন্দ্র ঘোষ জানান, ১৫ বছরেরও বেশি সময় ধরে শেখ আব্দুল মান্নান জমিদার হোটেলে শ্রমিকের কাজ করতেন। সোমবার সকাল থেকেই শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এজন্য হোটেলের পেছনে পরিত্যক্ত জায়গায় প্রস্রাব করতে যান তিনি। সেখানে উপর থেকে বিদ্যুতের তার ছিড়ে নিচে টিনসেডে লেগেছিল। সেখানেই শেখ আব্দুল মান্নান জমিদার বিদ্যুতায়িত হন। সহকর্মীরা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদল চন্দ্র ঘোষ আরও বলেন, ‘জমিদার কাকার মৃত্যুতে আমরা শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাই। আগামীতে তার পরিবারকে হোটেলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’