Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৭
  • ১০১ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে মরধর করে যুবকের আত্মহত্যা

গোবিন্দগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে মরধর করে যুবকের আত্মহত্যা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে মরধর করে গলায় ফাঁস দিয়ে ভোলা মিয়া (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

আজ (শনিবার, ২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ভোলা মিয়া ওই গ্রামের লেবু মিয়া ও মুক্তি বেগম দম্পতির ছেলে।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব জানান, ভোলা মিয়া ঢাকার সাভারের একটি কোম্পানিতে কাজ করত। সেখানেই সে নেশায় আসক্ত হয়ে পড়ে। যে কারণে তার আয়ের অর্থ নেশার পিছনে ব্যয় হয়ে যায়। ঈদের ছুটিতে বাড়িতে এসে তার মায়ের কাছ থেকে অর্থ নিয়ে নেশা করে আসছিল। এরই ধারাবাহিতকায় শনিবার সকালে নেশার জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে তার মাকে মারধর করে। এ সময় সে ধারালো অস্ত্র নিয়ে মাকে ধাওয়া করে। ছেলের ধাওয়া খেয়ে মা মুক্তি বেগম অন্যের বাড়িতে আশ্রয় নেয়। পরে ভোলা নিজ বাড়িতে ফিরে গামছার সাহায্যে ঘরের ধর্ণার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad