Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১১-২০২৪, সময়ঃ সকাল ১০:২৪
  • ১৯ বার দেখা হয়েছে

বিকেলে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান

বিকেলে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক►

আফগানিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সেই ক্ষত ভুলে বিপক্ষে সিরিজে সমতা আনার লক্ষ্যে আজ (শনিবার, ৯ নভেম্বর) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা। 

সংযুক্ত আরব আমিরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডে ৯২ রানে হারে বাংলাদেশ। মাত্র ২৩ রানে শেষ আট উইকেট হারায় টাইগাররা। বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় নতুন কিছু না। কিন্তু এমন চিত্র দিন-দিন দীর্ঘ হচ্ছে।

এই অবস্থা থেকে বাংলাদেশ ঘুড়ে দাঁড়াবে বলে বিশ্বাস করেন না দেশের ক্রিকেট প্রেমিরা। তবে প্রথম ম্যাচে হারটি মানসিক বিপর্যয়ের জন্য হয়নি বলে মনে করেন দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সিরিজের প্রথম ম্যাচ হেরে যাবার পরও আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ১৭টি ম্যাচের মধ্যে ১০টি জয়ী এবং ৭টিতে হেরেছে টাইগাররা।

গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ হেরেছিলো বাংলাদেশ। ঐ হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিলো টাইগারদের।

নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে অনেকটাই বাজে অধ্যায়ের সূচনা হয়। দ্বিতীয় ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ। কারণ এ ম্যাচও হেরে গেলে আফগানদের কাছে টানা দ্বিতীয়বারের মত সিরিজ হারবে টাইগাররা।

এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিসা জটিলতায় সফরের শুরু থেকে দলের সাথে না থাকা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ এবং পেসার নাহিদ রানা।

ইনজুরিতে ছিটকে যাওয়া মুশফিকুরের বদলি এখনও জানায়নি বাংলাদেশ। যদিও তার জায়গায় পরিবর্তন হওয়া স্বাভাবিক। ‘ডু অর ডাই’ ম্যাচে টাইগার একাদশে এক বা দু’টি পরিবর্তন আসতে পারে ।

বাংলাদেশ দল: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আফগানিস্তান দল: 

হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান, সিদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গাজানফর, নূর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad