Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১১-২০২৪, সময়ঃ রাত ০৭:০১
  • ৫৪ বার দেখা হয়েছে

ফুলছড়িতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ফুলছড়িতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ (সোমবার, ১৮ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমী এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছেরে জেগেছে, রক্তে আগুন জেগেছে’,‘এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কের দুইপাশে যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সড়কের দুইদিকে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রায়হান সরকার অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবতীয় অর্থ লুটপাট, স্কুল ইউনিয়নফর্ম বাবদ ১২শ’ টাকা, পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা, ফরম পূরণ ও রেজিস্ট্রেশনে সরকারের বেধে দেওয়া টাকার কয়েকগুন বেশি টাকা নেন। এছাড়া প্রতিষ্ঠানের মূল্যবান গাছ সহ জিনিসপত্র বিক্রি করেছেন। তিনি নিজের ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। 

শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে আন্দোলন করায় তিনি আমাদের হুমকি-ধামকি ও নানাভাবে হয়রানি করছেন। অবরোধ চলাকালে বক্তব্য দেন, শিক্ষার্থী পিয়াল সরকার, জুঁই আকতার, উম্মে হাবিবা রিতা সহ অনেকে। 

অভিযোগের বিষয়ে কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad