Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:২৭
  • ৩৩ বার দেখা হয়েছে

গাইবান্ধায় বিশ্ব টয়লেট দিবস উদযাপন

গাইবান্ধায় বিশ্ব টয়লেট দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব টয়লেট দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সবার জন্য প্রবেশগম্য গণশৌচাগারের উদ্বোধন এবং ভ্যাকু ট্যাক সেবার ব্যবহারিক প্রদর্শনী। গাইবান্ধা পৌরসভা, এসকেএস ফাউন্ডেশন ও ইএসডিও যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে গাইবান্ধা পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম।  

এসময় তিনি টয়লেট দিবসের ওপর গুরুত্বারোপ করে বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন সংযোগ পৌরসভার ড্রেন থেকে বিচ্ছিন্নের নির্দেশনা দেন। বলেন, পৌরসভার ড্রেনের সঙ্গে পয়ঃনিষ্কাশন সংযোগ বিচ্ছিন্নের জন্য কয়েকদিনের মধ্যে তালিকা তৈরি করে বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে নোটিশ পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের পর কেউ সংযোগ বিচ্ছিন্ন না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পৌর প্রশাসক আরও বলেন, এনজিও প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ের সংগঠনগুলোর সহায়তায় পাবলিক ও কমিউনিটি টয়লেটগুলোর তালিকা করা হবে। সেগুলোর বর্তমান অবস্থা দেখে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি শহরের ব্রিজরোডে পৌরসভা ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে সংস্কার করা সবার জন্য প্রবেশগম্য গণশৌচাগারের উদ্বোধন ঘোষণা করেন।

সভায় অংশ নেয়া অন্যান্য বক্তারা বলেন, পৃথিবীর প্রায় ৩.৫ বিলিয়ন মানুষ এখনো নিরাপদ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত, যার মধ্যে ৪১৯ মিলিয়ন মানুষ এখনও খোলা স্থানে মলত্যাগ করেন। অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থা জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং অবহেলার কারণে হুমকির মুখে পড়ছে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বক্তারা আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসম্মত ও সুরক্ষিত টয়লেট ব্যবস্থাপনার মাধ্যমে রোগ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তাই সবার জন্য স্বাস্থ্যসম্মত ও অন্তভূক্তিমূলক টয়লেট ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দেন বক্তরা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট প্রোগ্রামস) খন্দকার জাহিদ সরোয়ার, গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রজেক্টের সমন্বয়কারী জেভিয়ার স্কু, ইএসডিও’র প্রতিনিধি । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম। এছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, এনজিওকর্মী, নারী ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্যরা এতে অংশ নেন। 

পরে ফিতা কেটে শহরের ব্রিজরোডে পৌরসভা ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে সংস্কার করা সবার জন্য প্রবেশগম্য গণশৌচাগারের উদ্বোধন করা হয়। শেষে পৌরপার্কে ভ্যাকু ট্যাকের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে পয়ঃবর্জ্য নিষ্কাশনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ভ্যাকু ট্যাকের ব্যবহারিক প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad