নিজস্ব প্রতিবেদক►
শিক্ষাঙ্গনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আজ (সোমবার, ১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা আদর্শ কলেজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ।
গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ এ.কে.এম জার্জিস কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা আদর্শ কলেজের প্রধান সহকারী উৎপল বর্মন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকদ্রব্যে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানুষের শরীরে ডোপামিন হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়। ডোপামিন মানবদেহে উত্তেজনা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। ফলে মাদকসেবীরা সাময়িক প্রশান্তি অনুভব করলেও মাদকের অধিক সেবনে ডোপামিনের স্বাভাবিক নিঃসরণ প্রক্রিয়া ব্যাহত হয়, যা মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস করে। মানুষের মেধা শক্তি নষ্ট করে খিটখিটে করে দেয়। তাই মাদকের মতো এমন একটি মরণব্যাধি দ্রব্য আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ যেন শিক্ষার্থীদের ওপর প্রভাব না ফেলে এ বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করেন বক্তারা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের খাতা, কলম, লিফলেট, মানবদেহের ক্ষতিকর প্রভাব সম্বলিত ফেস্টুনসহ বিভিন্ন উপকরণ উপহার দেয়া হয়।