Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৭ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে

গাইবান্ধায় তথ্যমেলা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

গাইবান্ধায় তথ্যমেলা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক►

তথ্যমেলা ২০২৪ উদযাপনের লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ আয়োজন করে। এতে জেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি আগামী ৯ ও ১০ ডিসেম্বর স্বাধীনতা প্রাঙ্গণে তথ্যমেলা ২০২৪ সফল করতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

এতে তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন এবং সহজে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি সেবা সম্পর্কিত তথ্যসমূহ জনগনকে জানানো ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের সেবাসর্ম্পকিত তথ্য, তথ্য প্রদানকারী কর্মকর্তা, বিকল্প তথ্যপ্রদানকারী কর্মকর্তা ও আপীলকর্তৃপক্ষের নাম, পদবী, ঠিকানা সহ  প্রদর্শন করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো. মাসুদ রানা।

গুরুত্বপূর্ণ সরকারি অফিসের সেবাসমূহ জনগনের সামনে উপস্থাপনের জন্য (জনগনের মুখোমুখি) সহকারী কমিশনার (ভূমি) অফিস, জেলা সমাজসেবা অফিস, জেনারেল হাসপাতাল-গাইবান্ধা, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিস, গাইবান্ধা সদর থানা এবং সাব রেজিষ্টার অফিসকে নির্বাচন করা হয়। তথ্যমেলায় সকল স্টলের ব্যানার একই নমুনায় করার গুরুত্ব এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ স্বাধীনতা প্রাঙ্গণে যৌথভাবে পালন করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, সনাক সদস্য জহুরুল কাইয়ুম, সহকারী পরিচালক(বিআরটিএ) মো: রবিউল ইসলাম এবং দুপ্রক জেলা কমিটির সেক্রেটারী মো: মাহফুজার রহমান (স্বপন)। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad