ক্রীড়া ডেস্ক►
ভারতকে তাদের মাঠে টানা তিন টেস্টে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতন হোয়াইটওয়াশ করল নিউইজল্যান্ড। মুম্বাইয়ে সিরিজের শেষ ম্যাচে ভারতকে ২৫ রানে হারিয়ে ২৪ বছর পর তাদের মাটিতে ধবলধোলাইয়ের লজ্জা দিল কিউইরা।
তৃতীয় টেস্টে শেষ ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস থেমেছে ১২১ রানে। ২৯ রানেই ৫ উইকেট হারানোর পর ঋষভ পন্তের ব্যাটে কিছুটা জয়ের স্বপ্ন দেখেছিল ভারত।
তবে ৬৪ রান করে পন্ত আউট হলে বেশিদূর এগাতে পারেনি ভারত। এজাজ সুন্দরকে বোল্ড করে ১২১ রানে শেষ করে দেন ম্যাচ।
৫৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের ইনিংসে ধস নামিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন আরেক স্পিনার গ্লেন ফিলিপসও।
আগের দিনের ৯ উইকেটে ১৭১ রান নিয়ে নেমে আর ৩ রান যোগ করেই অলআউট হয় নিউজিল্যান্ড। ১৭৪ রান তুলে লিড নেয় ১৪৬ রানের।
ভারত নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো। ২০০০ সালে প্রথমবার টেন্ডুলকারের ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা।