Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১১-২০২৪, সময়ঃ সকাল ১০:২৯
  • ৪৩ বার দেখা হয়েছে

মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা

মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা

মাধুকর ডেস্ক►

সাগর ও নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। তাই ব্যস্ততা বেড়েছে নদী ও সমুদ্র তীরবর্তী জেলে পল্লীতে। এরই মধ্যে মাছ ধরার নৌকা ও সরঞ্জাম নিয়ে নদীর তীরে ভিড়তে শুরু করেছেন চাঁদপুরের জেলেরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলেদের আশা, গেল কয়েক বছরের হতাশা কাটিয়ে এবার ভালো মাছ ধরা পড়বে। 

চাঁদপুরের পদ্মা-মেঘনার পাড়ের জেলে পল্লীতে এখন জোর প্রস্তুতি চলছে মাছ ধরতে যাওয়ার। কেউ নৌকা প্রস্তুত করছেন। কেউ বুনছে নতুন জাল, কেউবা মেরামত করছে পুরনো জাল। 

ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিত করতে ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরার ওপর নিশেধাজ্ঞা আরোপ করে সরকার। সেই সময়সীমা শেষ হচ্ছে রোববার দিবাগত মধ্যরাতে। শুরু হবে মাছ শিকার।

জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময়ে আয় রোজগার না থাকায় ধার দেনা করে দিন কেটেছে তাদের। মাছ ধরে ঋণ পরিশোধ করতে পারবে বলেও আশা করছেন তারা।

নিষেধাজ্ঞা সফল করতে সাগরে অভিযান চালানোর পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। এতে ইলিশের উৎপাদন বাড়বে বলে জানান চাঁদপুর জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন। 

জেলেরা আশা করছেন, এই দফায় বড় আকারের পর্যাপ্ত ইলিশের দেখা মিলবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad