Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে

সাঘাটার মেলান্দহ সেতুর সংযোগ সড়কে আবারও ধস

সাঘাটার মেলান্দহ সেতুর সংযোগ সড়কে আবারও ধস

জয়নুল আবেদীন , সাঘাটা►

সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদীর ওপর নির্মিত মেলান্দহ সেতুর পশ্চিমপাড়ে সংযোগ সড়কে আবারও ধস শুরু হয়েছে। ধসের কারণে সেতু এলাকায় যানবাহন দুর্ঘটনায় পড়ে জনসাধরণর হতাহতের পাশাপাশি যানবাহনের ক্ষতি হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা না হলে যেকোনো মুহুর্তে প্রবল বৃষ্টিতে সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে ।

গাইবান্ধার সাঘাটা, বোনারপাড়া, জুমারবাড়ী-সোনাতলা সড়কে বাঙ্গালী নদীর ওপর সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে মেলান্দহ সেতু নির্মাণ করা হয়। নদীর গতিপথ অনুযায়ী পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। ১৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২৬০ মিটার, অপরটি ৩১ মিটার দৈর্ঘ্য ও ৯.৫০মিটার প্রস্থ এবং ৩৬.৬০ মিটার ওয়েল ও পাইল ফাউন্ডেশন পিসি গার্ডার পাশাপাশি দুটি। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ঢাকার এক ঠিকাদার নির্মাণ কাজ সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, নির্মিত সেতুটি ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়। সেতুর দু’পাড়েযোগ সড়ক পাকাকরণ কাজ নিম্মমানের হওয়ায় বারংবার বৃষ্টি হলেই দু’পাড়ে সংযোগসড়ক  ধসে গভীর গর্তের সৃষ্টি হয়।

সেতু কর্তৃপক্ষ বারবার বালুমাটি দিয়ে গর্ত ভরাট করলেও তা টেকসই এবং স্থায়ী না হওয়ায় আবারো প্রবল বৃষ্টির পানির তোরে ধসে যায়। এর আগে পশ্চিম পাড়েও সংযোগ সড়ক কয়েক দফা ধসে গেলে অনুরূপভাবে বালুমাটি দিয়ে ভরাট করা হয়েছিলো। এবার বৃষ্টির পানির তোরে আবারো সেখানে ধসে গেছে।

গত তিন দিন আগেই সড়কের ধসে যওয়া স্থানে একটি  মালবোঝাই ট্রাক  সড়কের পাশে উল্টে গিয়ে নলছিয়া গ্রামের কালু নামে এক ব্যক্তির মৃত্যু ও চার জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, সেতুর সংযোগ সড়ক বৃষ্টির কারণে ধসে যাচ্ছে। দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা না হলে যে কোনো মুহুর্তে সড়ক ধসে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হতে পারে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন বলেন, সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার বিষয়টি জানা ছিল না। শীঘ্রই টেকসই সংস্কার করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad