• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৭-২০২৪, সময়ঃ সকাল ০৮:৩৮
  • ৩১ বার দেখা হয়েছে

সেরা BCC Campaigner-এর স্বীকৃতি পেল এসকেএস

সেরা BCC Campaigner-এর স্বীকৃতি পেল এসকেএস

নিজস্ব প্রতিবেদক ►  Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development (BD Rural WASH for HCD) প্রকল্পের অধীনে সেরা BCC Campaign পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল এসকেএস ফাউন্ডেশন-এর ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় লালমনিরহাটের কাকিনা ও কুড়িগ্রাম সদর শাখা।গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও–এ অবস্থিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এ BD Rural WASH for HCD প্রকল্পের ৩য় বার্ষিক সমন্বয় সভায় এই স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়। এসকেএস ফাউন্ডেশনসহ ১১টি সহযোগী সংস্থার ২০টি শাখাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন-এর কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন এসকেএস ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক-এর সিনিয়র ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন স্পেশালিস্ট রোকেয়া আহমেদ এবং পিকেএসএফ- এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও BD Rural WASH for HCD প্রকল্পের সমন্বয়কারী মো. আবদুল মতীন।শাখা প্রতি নিরাপদ ব্যবস্থাপনায় কমপক্ষে ১৮০টি দুই-গর্তবিশিষ্ট টয়লেট স্থাপন করতে সক্ষম হওয়ায় Excellent Categoryতে প্রণোদনা হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়