নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৯টায় দারিয়াপুর বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা, গণজাগরণ মঞ্চের সংগঠক শ্লোগান কন্যা কমরেড লাকী আক্তার, জেলা সিপিবি’র সভাপতি এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, উপজেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার সঞ্চালনা করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী।
কমরেড লাকী আক্তার বলেন, দেশ আজ চরম সংকটে। সরকার যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। গণতন্ত্রের সংগ্রাম জোড়দার করতে হবে। তিনি আরো বলেন, এই মূহুর্তে কমিউনিস্ট পার্টিকে ঘুরে দাড়াতে হবে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।