Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৪ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে

বহুত্ববাদী সমাজ গড়ার লক্ষ্যে পলাশবাড়ীতে সম্প্রীতির মিলনমেলা

বহুত্ববাদী সমাজ গড়ার লক্ষ্যে পলাশবাড়ীতে সম্প্রীতির মিলনমেলা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার পলাশবাড়ীতে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা ও বহুত্ববাদী সমাজ গড়ার লক্ষ্যে সম্প্রীতির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সকালে হাসান আজিজুর রহমান মিলনায়তন বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিক সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধানের সভাপতিত্বে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা ও বহুত্ববাদী সমাজ গড়ার লক্ষ্যে অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জেলা সমন্বয়কারী ফিয়াস শরীফ তমাল। 

এতে আরো বক্তব্য রাখেন অ্যাম্বাসিডর আলিউল ইসলাম বাদল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাম্বাসিডর আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, শিক্ষক ( অব.) শামছুল আলম, প্রভাষক তাহমিনা বেগম,  শিক্ষক তহমিনা খাতুন, মিজানুর রহমান কাজল, পিএফজির সদস্য কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন, ব্যবসায়ী আমিরজল, পল্লী চিকিৎসক মজিবুর রহমান, পিএফজির উপজেলা সমন্বয়কারী জাহিদুল ইসলাম, দলিল লেখক মাহে আলম, শিক্ষার্থী পীযুশ কুমার শীল প্রমুখ। 

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবন্দ ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা পিএফজির সদস্য জ্যেষ্ঠ প্রভাষক মো. নবীউল ইসলাম। 

বক্তারা রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে সৌর্হাদর্পূণ পরিবেশের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad