নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা।
আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন নবাগত পুলিশ সুপার। পরে মতবিনিময়কালে তিনি বলেন, এই প্রথম ঢাকার বাইরে জেলা পর্যায়ে কাজ করছি। এখানে কাজ করার ক্ষেত্রে আমার দুটি লক্ষ্য রয়েছে; গাইবান্ধাবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারেন এ ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করব। সেইসঙ্গে আমাদের জুনিয়র সহকর্মীদের মানোন্নয়নের ক্ষেত্রে আমরা কাজ করব। এসময় দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করেন নবাগত এসপি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) এবং পুলিশ সুপার (প্ল্যানিং এন্ড অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন নিশাত এ্যঞ্জেলা। সেখান থেকে গত সপ্তাহে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেন বিসিএস ২৫ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা। তার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়।