নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় খ্রিষ্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিষ্টের জন্মতিথি বড় দিন উদযাপন করা হয়েছে।
আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খ্রিষ্টান ধর্মের একটি পরিবার ও দু’জন আদিবাসী খ্রিষ্টান শিক্ষার্থীর উদ্যোগে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, মিষ্টি মুখ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অভিজিৎ দাস ববির সভাপতিত্বে সভায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, দেবাশীষ দাস দেবু, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. মুরাদ জামান রাব্বানী, চুনি ইসলাম, রেবতী বর্মন, গোলাম রাব্বানী মুসা, শহীদ আহমেদ, অঞ্জলি রানী দেবী, রওশন আরা মুক্তি, মুনির হোসেন সুইট, বৃটিশ সরেন, সৌমেন গোস্বামী, পপি রোজারিও প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুচিত্রা মুরমু তৃষ্ণা ও রণজিৎ সরকার।
বক্তারা বলেন, পৃথিবীতে হিংসা বিদ্বেষ, হানাহানি রোধে যিশু খিষ্টের আদর্শ মানব জাতির জন্য অনুকরণীয় হতে পারে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতির বন্ধন অটুট রাখার বিষয়ে সকল মহলকে সজাগ ও সচেষ্ট থাকার আহবান জানান বক্তারা।