Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৫৫
  • ৫০২১ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে বালুমাটি চাপা পড়ে ট্রাক্টর হেলপার নিহত

গোবিন্দগঞ্জে বালুমাটি চাপা পড়ে ট্রাক্টর হেলপার নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুমাটি চাপা পড়ে আব্দুল ওয়াহেদ (৩৪) নামে এক ট্রাক্টর হেলপার নিহত হয়েছেন। 

আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল ওয়াহেদ চন্ডিপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার কাটাখালি নদীর চন্ডিপুর এলাকা থেকে অবৈধভাবে বালুমাটি কেটে পরিহণের জন্য ট্রাক্টরে লোড দেয়ার সময় হঠাৎ ওপর থেকে মাটির চাপা তার ওপর থেকে ভেঙে পরলে ওয়াহেদ সেই বালুমাটির নীচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালুয়া হাটের এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।  বালুয়া বাজারের ব্যবসায়ী এবং নিহত আব্দুল ওয়াহেদের প্রতিবেশী মিলন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বালুমাটি কাটার সময় আব্দুল ওয়াহেদ নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad