পীরগাছা (রংপুর) প্রতিনিধি►
রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গেল বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের সালাফিয়া মাদ্রাসার পাশে আমিনুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিলন ওই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
গ্রেপ্তারের পর মিলনকে নিয়ে তার নিজ বাড়ি অনন্তরাম বড়বাড়ীতে তল্লাশি চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে মিলন গা-ঢাকা দেন। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ‘আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’