Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০২
  • ৪১ বার দেখা হয়েছে

বালাসীঘাটে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র পেল ১ হাজার দুস্থ মানুষ

বালাসীঘাটে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র পেল ১ হাজার দুস্থ মানুষ

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী পরিবার কল্যাণ সংঘ। এসময় প্রত্যেকের হাতে ১০ কেজি করে চালও দেয়া হয়। 

আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বালাসীঘাট নৌ-টার্মিনাল এলাকায় নৌবাহিনীর প্রধানের সহধর্মিণী ও সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। 

এসময় দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তীব্র এই শীতের সময় শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অসহায় মানুষরা। 

নৌবাহিনীর কমান্ডার মো. আরাফাত ইসলাম জানান, প্রতিবছরের মতো নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের ১ হাজার অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফলেন্ট কর্নেল মোশারফ হোসেন, র‌্যাব-১৩ সিও ইস্তেখার চৌধুরী, সিপিসি-৩ কো¤পানি কমান্ডার আনিচ উদ্দীন পিপিএম এবং ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad